বাবুডাইং আলোর পাঠশালায় স্বাস্থ্যবিধি মেলা অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় স্বাস্থ্যবিধি মেলা অনুষ্ঠিত হয়েছে। পাঠশালার শিক্ষার্থী ও বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্তার নারী ও পুরুষেরা স্বাস্থ্যবিধি মেলায় সমবেত হয়। গত বুধবার বিকেল চারটা থেকে দুই ঘন্টাব্যাপী এ মেলার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরি’র চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম কমিউনিটি কার্যালয়ের এফএইচ এসোসিয়েশন।
মেলার তিনটি স্টলে স্যানিটেশন, ব্যক্তিগত স্বাস্থ্যচর্চা ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক নানা পোস্টার, ফেস্টুন, কার্ড প্রদর্শন করা হয়। এছাড়া হাত ধোয়ার কৌশলসমূহ শিক্ষার্থী ও গ্রামবাসীদের হাতে–কলমে শেখানো হয়। মেলায় শিক্ষক–শিক্ষার্থী ও গ্রামবাসীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪২ জন সঠিক উত্তরদাতাকে পুরস্কার হিসেবে স্যানিটারি ন্যাপকিন, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কার্টার দেয়া হয়।
মেলার আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর শরীয়ত আলী, বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্তার মোড়ল কার্তিক কোল টুডু, মাধব কোল সরেন, নারী নেত্রী কোকিলা মার্ডি, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, এফএইচ এসোসিয়েশন– ঝিলিম কমিউনিটির টিম লিডার রাজিয়া জান্নাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রান্তিক এলাকার শিক্ষার্থীসহ নারী ও পুরুষদের স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে ও সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়ছে। এতে করে সকলে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পেরেছে, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া অনুশীলন করেছে। এটি একটি উন্নয়ন ও সচেতনতামূলক কর্মকাণ্ড।