পরিবেশ দিবসে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষর্থীদের বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে গত ৫ জুন কচ্ছপতলী আলোর পাঠশালা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গত বুধবার পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। কচ্ছপতলী আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নার্সারি থেকে পাঁচটি কাঠবাদাম, দুইটি নারিকেল, তিনটি জবাফুল, চারটি গোলাপ চারা সংগ্রহ করা হয়। ৫ জুন বিদ্যালয়য়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পাঠশালা প্রঙ্গণে সেই চারাগুলো রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
চারাগাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য পাঠশালা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দল গঠন করেছে। দলটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কচ্ছপতলী আলোর সহকারী শিক্ষক উজ্জ্বল ত্রিপুরা।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’ পরিচালনা করছে।