গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় ২১শে ফেব্রুয়ারি দিনটিকে পালন করা হয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় ২১শে ফেব্রুয়ারি দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়। অতপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের সম্মান জানায়গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে শহীদ দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক রাজিত দাস ও সভাপতি মো. আব্দুল আজিজ। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।

পরিশেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের নাম ঘোষণার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।