প্রথম আলো চর আলোর পাঠশালার শতভাগ শিক্ষার্থী নতুন বই পেয়েছে

নতুন বই হাতে গ্রামের মেঠো পথ ধরে বাড়ি ফিরছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

নতুন বইয়ের ঘ্রাণ নিতে কুয়াশা মাড়িয়ে সকাল সকাল অনেকেই পাঠশালায় চলে এসেছিল। সঙ্গে নিয়ে এসেছে মা-বাবাকেও। শিক্ষকদের কাছ থেকে বই পেয়ে পাঠশালা প্রাঙ্গণে বসে পড়ে কেউ কেউ। বই খুলে কেউ দেখছিল ছবি, কেউ পড়াও শুরু করে দেয়।

গত ১ জানুয়ারি ২০২৪ সালের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বই বিতরণের এ চিত্র দেখা যায় কুড়িগ্রাম সদরে অবস্থিত প্রথম আলো চর আলোর পাঠশালায়। গত বছরের মতো এবারও বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা সফি খান, প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।

নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসব সম্পর্কে প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘উৎসবমুখর পরিবেশে আমাদের পাঠশালায় বই বিতরণ করা হয়েছে। শতভাগ শিক্ষার্থী  নতুন বই হাতে বাড়ি ফিরেছে। ’

উল্লেখ্য, প্রথম আলো চর আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।