দমদমিয়া আলোর পাঠশালায় বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কুল পর্যায়ের বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষক ও অথিতিরা।

দমদমিয়া আলোর পাঠশালায় স্কুল পর্যায়ের বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জুলাই ২০২৫ সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালনায় ডব্লিউএফপি’র অর্থায়নে স্কুল ফিডিং কর্মসূচির অধীনে এই অনুষ্ঠান পরিচালিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের ফিল্ড মনিটর বশির আহমদ। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু।

স্কুল পর্যায়ের বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা পুরস্কার গ্রহন করছে এক বিজয়ী।

প্রথম পর্বে সঠিক উত্তরের ভিত্তিতে দশ জনকে বাছাই করা হয়। দ্বিতীয় পর্বে পাঁচজন এবং চূড়ান্ত পর্বে পাঁচজন থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাসিমা আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উজ্জ্বল রহমান। সকল প্রশ্ন ছিল পাঠ্যসূচির বিজ্ঞান বিষয়ের স্বাস্থ্যবিধি এবং খাদ্য ও পুষ্টি অধ্যায়ভিত্তিক। বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

বিজয়ী তিনজন আগামী সপ্তাহে হ্নীলা ইউনিয়নের অন্যান্য বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। উল্লেখ্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এবং ডব্লিউএফপি’র সহায়তায় প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।