কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান

কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় মাল্টিমিডিয়া পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।

কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় মাল্টিমিডিয়া পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। মাল্টিমিডিয়া পদ্ধতিতে কয়েকটি মাধ্যম যেমন ল্যাপটপ, ইন্টারনেট মডেম, প্রজেক্টর, প্রজেক্টর স্ক্রিন ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। ছবি, গ্রাফিকস প্রভৃতি ব্যবহারের মাধ্যমে বিষয়টি সুন্দর করে উপস্থাপন করা হয় বলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে।

কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ষষ্ঠ শ্রেণির গণিত ক্লাসটি মাল্টিমিডিয়া পদ্ধতিতে নিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা মাল্টিমিডিয়া ক্লাস বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করছেন।’

মাল্টিমিডিয়া পদ্ধতিতে সিলেবাস অনুযায়ী শিক্ষক কনটেন্ট প্রস্তুত করেন। ছবি, গ্রাফিকসের মাধ্যমে শিক্ষক কনটেন্টটি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে থাকেন।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।