প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা শুরু হয়েছে । প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১২ পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা চলাকালীন সময় সভাপতি ফরিদুল আলম পরীক্ষার হল ভিজিট করতে আসেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। অবহেলিত এসব এলাকার শিশুরা শিক্ষার পরিবর্তে অল্প বয়সেই বিভিন্ন কায়িক শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ত। এর পেছনে অসচেতনতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল একটি বড় কারণ। সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এসব দুর্গম এলাকায় ছয়টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে দমদমিয়া আলোর পাঠশালা একটি।