বাবুডাইং আলোর পাঠশালায় জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। দিবসটির শুরুতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পাঠশালা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে  জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্মরণে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মু, সহকারী শিক্ষক উম্মে কুলসুম। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেয় সুর্মিলা হাসদা, ইসরাত জাহান, সাকিবুল হাসান।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আজ শোকের দিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শিকার তাঁর পরিবারের সদস্যদের।

পুরস্কার বিতরণ পর্বে কবিতা আবৃত্তি করে পাঠশালার শিক্ষার্থী– রিতামুনি টুডু, মরিয়ম খাতুন, মৌমিতা হাঁসদা, সুফিয়া খাতুন, আঁখিয়ারা, রাবেয়া বাসরি, রুবিনা খাতুন, মারুফা খাতুন, সুমাইয়া খাতুন ও নন্দিনী সাইচুরি। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।