শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে এই প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে

‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণে আলোর পাঠশালার ২৭ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত তিনটি বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭-২৮ অক্টোবর অনুষ্ঠিত এই প্রশিক্ষণে তিনটি বিদ্যালয়ের ২৭জন শিক্ষক অংশগ্রহণ করেন।

 প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় বাবুডাইং আলোর পাঠশালা এই প্রশিক্ষণের আয়োজন করে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী কিভাবে পাঠদান করতে হবে এবং কিভাবে মুল্যায়ন করতে হবে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তা জানতে পেরেছি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের  কোনো আনুষ্ঠানিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না। সারা বছর ধরে  শিক্ষার্থীরা যেসব কর্মকাণ্ড করবে সেসবের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হয়। শিক্ষার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন ও বাস্তব জীবনে তাঁর প্রয়োগের ক্ষেত্রে  শিক্ষক প্রধান ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের পড়াশোনা ও বিভিন্ন ধরণের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের যোগ্যতা অর্জন করবে। শিক্ষার্থীদের পড়ানোর পদ্ধতি ও মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী হবে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি। শিক্ষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও পড়ানোর দক্ষতার উপর শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন নির্ভর করে। প্রশিক্ষণের ব্যাবস্থাপনা অত্যন্ত ভালো ছিলো। এই ধরণের প্রশিক্ষণ আরো দীর্ঘ মেয়াদে হলে শিক্ষকদের জন্য আরো ভালো হতো। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ ।