পুলিশকে সবাই খারাপ বলে। কিন্তু ষষ্ঠ শ্রেণির চটপটে ছেলে মেহেদী হাসান ভালো পুলিশ হয়ে আইনের সঠিক ব্যবহার করতে চায়। তার স্বপ্ন, বড় হয়ে পুলিশের একজন কর্মকর্তা হবে এবং গরীব ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। এমন স্বপ্ন নিয়েই প্রতিনিয়ত অভাব-অনটনের সঙ্গে লড়াই করে যাচ্ছে সে। মেহেদী হাসান রাজশাহী আলোর পাঠশালাতে পড়াশোনা করছে। শুধু পড়াশোনাই না, মেহেদী খেলাধূলায়ও অনেক ভালো।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মেহেদীর সরব উপস্থিতি তাকে সহপাঠী ও শিক্ষকদের কাছে অত্যন্ত পছন্দের করে তুলেছে। বাবা-মা ও চার ভাইবোন নিয়ে তাদের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা, যিনি একটি দোকানে কাজ করেন। বড় ভাই স্থানীয় একটি কলেজে পড়াশোনা করেন। দুঃখ-দুর্দশার মধ্যে চললেও মেহেদীর স্বপ্ন দেখা থেমে নেই। মেহেদীকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন সে পুলিশ হতে চায়? উত্তরে সে জানায়, ' স্যার, সবাই পুলিশকে খারাপ বলে। আমি ভালো পুলিশ হতে চাই। ভালো পুলিশ হয়ে ভালো কাজ করতে চাই। আমাদের মতো গরীব লোকজন যারা নির্যাতনের শিকার হয়, এমন গরীব লোকদের পাশে দাঁড়াতে চাই।'