বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করল কচ্ছপতলি আলোর পাঠশালা

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলি আলোর পাঠশালার শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।

পার্বত্য বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে ২০২৫ তারিখের এই অনুষ্ঠানে কচ্ছপতলি আলোর পাঠশালার ৬ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সকাল ১১টায় প্রধান অতিথি পার্বত্য বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানের উদ্বোধন করেন । কচ্ছপতলি আলোর পাঠশালা ছাড়াও বান্দরবান জেলার অন্যান্য স্কুলও এতে অংশগ্রহণ করেছে।

বিজ্ঞান মেলায় কচ্ছপতলি আলোর পাঠশালার ৬ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক অংশগ্রহণ করে।

বান্দরবান জেলার সকল উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সিনিয়র ও জুনিয়র গ্রুপে বিভক্ত করা হয়। বিভিন্ন গ্রুপ তাদের প্রকল্প দিয়ে স্টল সাজায়। জেলা প্রশাসক ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টলগুলো একে একে পরিদর্শন করেন। মেলায় কচ্ছপতলি আলোর পাঠশালা স্কুলের প্রকল্পের নাম দেওয়া হয়েছিল 'সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সেচ ব্যবস্থা।' অর্থাৎ যে সমস্ত এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি সেই সমস্ত এলাকায় বিশেষ করে দুর্গম ও পাহাড়ি অঞ্চলে প্রকল্পটির বাস্তবায়ন খুবই জরুরি ও সময়োপযোগী একটি পদক্ষেপ হতে পারে। যা এই প্রকল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। এর মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় লাগানো শাকসবজি, ফসলের মাঠ, গাছের চারা ইত্যাদিতে সেচের মাধ্যমে সহজে পানি দেওয়া যাবে । শুকিয়ে যাওয়া পুকুরে সেচ ব্যবস্থার মাধ্যমে পানি সংরক্ষণ করে মাছ চাষ করা, হাঁস-মুরগী লালন পালন এবং পুকুরের চারিধারে শাকসবজি লাগিয়ে কিছুটা হলেও পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আনা সম্ভব।

আমাদের শিক্ষার্থীদের প্রকল্পের প্রেজেন্টেশন ও অংশগ্রহণ ছিল দেখার মত ও প্রশংসনীয় । মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান প্রসার ও অন্যদের বিভিন্ন প্রকল্পগুলো ঘুরে ঘুরে পরিদর্শনের মাধ্যমে বর্তমানে বিজ্ঞানের অবদান সম্পর্কে সম্যক ধারনা পেয়েছে । বিজ্ঞানমেলায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত । নতুন নতুন প্রকল্পের উদ্ভাবন ও সৃজনশীল হতে এই মেলা তাদের সাহায্য করবে। এরপর বেলা ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান মেলা সমাপ্তি হয়।