গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া নতুন বছরে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি পাঠশালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৩ তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহমেদ, পাঠশালা পরিচালনা পর্যদের সভাপতি আ. আজিজ, পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস,শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহমেদ। তিনি বলেন, ‘আমি কৃষক পরিবার থেকে উঠে এসেছি। একটা বিষয় ছোট থাকতেই বুঝতে পেরেছিলাম বড় হতে হলে, সমাজে প্রতিষ্ঠা পেতে চাইলে পড়ালেখার বিকল্প নেই। জীবনে অনেক ধরণের সঙ্কট এসেছে কিন্তু পড়ালেখার পথ থেকে বিচ্যুত হইনি। আমি আশা করবো এই পাঠশালার এসএসসি পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পথেই থাকবে। পড়ালেখা শেষে দেশ ও সামাজের উন্নয়নে অবদান রাখবে।’
বিদায়ী ১০ জন শিক্ষার্থীকে উপহার হিসাবে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পাশে থাকার সর্বচ্চো চেষ্টা করেছি। বিদয়ী শিক্ষার্থীরা এসএসসি পাস করে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পাঠশালার নাম উজ্জ্বল করবে এই প্রত্যাশা করছি।’
বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠশালা পরিচালনা পর্ষদের সভাপতি আ. আজিজ।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত।