বিজ্ঞান উৎসবে জয়ী রাজশাহী আলোর পাঠশালার দুই শিক্ষার্থী

বিজ্ঞান উৎসবে প্রজেক্ট হাতে আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে।

বৃহস্পতিবার সকাল থেকেই আনন্দ উৎসবে ভরে উঠে রাজশাহী কলেজ মিলনায়তন। কারণ দিনটি ছিল বিজ্ঞান উৎসবের দিন। রাজশাহী অঞ্চলের বিজ্ঞান উৎসবে আলোর পাঠশালার ৫৯ জনসহ মোট ১৩৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে । এদের মধ্যে কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে ক গ্রুপ থেকে আলোর পাঠশালার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহিম ৭ম এবং ৮ম শ্রেণির শিক্ষার্থী মায়া খাতুন ৮ম হয়ে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের প্রশ্ন করে।

বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শন করে আলোর পাঠশালার একটি দল।

বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শন করে আলোর পাঠশালার ৬ জনের একটি দল। এ দলের প্রতিনিধিত্ব করেন আলোর পাঠশালার সহকারী শিক্ষক সারফরাদ। উৎসবে মোট ৩০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।

উৎসবে অংশগ্রহণ করতে পেরে সবাই আনন্দ প্রকাশ করে। বিজয়ী মাহিমের কাছ থেকে জানা যায়, সে আগে থেকে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেলে আরও ভালো করতে পারত। ভবিষ্যতে আরও ভালো করার জন্য চেষ্টা করবে সে।

বিজয়ী দুজন শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজয়ী মায়া খাতুন জানায়, সে সুদূর চরখিদিরপুর থেকে পদ্মা নদী পার হয়ে এ অনুষ্ঠানে এসেছে। এ ধরনের অনুষ্ঠানে এটাই তার প্রথম অংশগ্রহণ। প্রথম অংশগ্রহণেই বিজয়ী হতে পেরে সে খুবই আনন্দিত। পরবর্তী ধাপগুলো সর্বোচ্চ চেষ্টায় অতিক্রম করবে বলে আশা রাখে।

রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন, বিজ্ঞান উৎসবে আলোর পাঠশালা থেকে সর্বোচ্চ উপস্থিতি। এরা সবাই সুবিধা বঞ্চিত। এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা অনেক কিছু শিখেছে। প্রশ্ন ও প্রজেক্ট তৈরি করে তারা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।