প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাসফর গণ্ডীবদ্ধ জীবনের বাইরে এক নতুন জগতের সন্ধান দেয়। শিক্ষার্থীরা অনেক প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করে। সুশৃঙ্খল শিক্ষাসফর থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। ইতিহাস, সমাজ, বিভিন্ন পেশা-ধর্ম-বর্ণের মানুষ সম্পর্কে জানতে পারে। প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা প্রতিবছর শিক্ষাসফরে অংশ নেয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা সফরে শিক্ষক, শিক্ষার্থী,  পাঠাশালা পরিচালনা পর্যদের সদস্যসহ ১৫০ জন অংশগ্রহণ করে।  শিক্ষক–শিক্ষার্থীরা সকাল ৮টায় দুটি নৌকা সহযোগে কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদী থেকে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে নয়টায় গন্তব্য স্থলে পৌঁছে। নৌ যাত্রায় শিক্ষার্থীরা দুধকুমারের পাশাপাশি আরও দুটি নদী সঙ্কোশ ও গঙ্গাধর পাড়ি দেয়। মাদারগঞ্জ গঙ্গাধর নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ।

প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা সফি খান শিক্ষা সফর প্রসঙ্গে বলেন, ‘আমরা এবারের শিক্ষা সফরকে ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছি। মূলত শিক্ষার্থীরা নৌকা ভ্রমণ বেশ উপভোগ করেছে। পাশাপাশি কুড়িগ্রাম জেলার মধ্যে মাদারগঞ্জ একটি প্রচীন জনপদ। আমরা শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছি পাশপাশি একটি প্রচীন জনপদের সঙ্গে পরিচিত করেছি।’ মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।  

 উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত  প্রথম আলো চর আলোর পাঠশালাটি কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নে অবস্থিত।