ছয় বছর ধরে বইমেলার সঙ্গে বিকাশের সম্পৃক্ততা। আর গত তিন বছর দেশের বিভিন্ন সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে আসছে বিকাশ। সারা দেশ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদানের বই পৌঁছে দেওয়া হয় সুবিধাবঞ্চিত শিশুদের কাছে।
বিকাশের উদ্যোগে বই বিতরণের চতুর্থবারের এ আয়োজনের এবারের সঙ্গী প্রথম আলো ট্রাস্ট।
এ বছর প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের সহযোগিতায় অনুদান পাওয়া বইগুলো প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার সহায়তায় পৌঁছে দেওয়া হবে দেশের প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের হাতে।
গতকাল শুক্রবার বইমেলা প্রাঙ্গণে রাজশাহী আলোর পাঠশালা, গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা এবং বাবুডাইং আলোর পাঠশালার ১১ শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন সামসুদ্দিন হায়দার।
বই পেয়ে বাবুডাইং আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলোর আমিন বলে, ‘আমাদের পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার অভ্যাস করতে এই বই খুব কাজে আসবে। খুব ভালো লাগছে।’ রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার বলে, ‘বইমেলার গল্প শুনে এসেছি। সেই বইমেলায় এসে বই উপহার পেয়ে আমার আনন্দ বলে বোঝাতে পারব না।’
বই বিতরণ অনুষ্ঠানে বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশের অপারেশন অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক জাফর ইকবাল, উপমহাব্যবস্থাপক রুকসানা আক্তার, অনুষ্ঠান ব্যবস্থাপক সুলতান মাহমুদ, মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা নাজমুল আহসান, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজিম উদ্দিন।