প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালাটি কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে অবস্থিত। প্রথম আলোর নামে এই চরটির নামকরণ করা হয় প্রথম আলো চর। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিনশত শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও দশের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে। শিক্ষার্থীদের মধ্যে একজন হচ্ছে দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. শারমিন আক্তার। তার পিতা (মৃত) তোজাম্মেল হক, মাতা মোছা. সাহেরা খাতুন। ছয় ভাই বোনের মধ্যে শারমিন সবার ছোট। শারমিনের বাবা ২০২৩ সালে পরলোক গমন করলে শারমিনের বড় ভাই মো. আল-আমিন পরিবারের দেখাশোনা করেন। অনেক কষ্টে তাদের জীবনযাপন করতে হচ্ছে। তবুও সে একাগ্রচিত্তে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বরাবরের মতো এ বছরও সে প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে়।
মেধাবী শারমিনের ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা সব সময় খোঁজ-খবর নেন। তার যেকোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে তার পড়ালেখা কোন ভাবেই বন্ধ হয়ে না যায়।
শারমিন স্বপ্ন দেখে, সে দেশের একজন আদর্শবান জজ হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে। সে পড়ালেখার পাশাপাশি বই পড়তে পছন্দ করে, ভালোভাবে কবিতা আবৃত্তি করতে পারে। এছাড়াও সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর প্রত্যাশা, সে যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে।