আলোর পাঠশালার পাঁচ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবে

আলোর পাঠশালার পাঁচ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবে। তাদের মধ্যে চারজনের ছবি।

উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন কোল ক্ষুদ্র জাতিসত্তার পাঁচ শিক্ষার্থী। তাঁরা এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাঁরা সকলেই প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী। তাঁরাই প্রথম বাবুডাইং আলোর পাঠশালা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন । তাঁরা হলেন পবিত্রি মুরমু, রাজেন হাসদা, প্রশান্ত টুডু, সমচান হাসদা ও সোহেল মার্ডি। তাঁদের মধ্যে রাজেন হাসদা রাজশাহীর সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ থেকে ও অন্যরা চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেবেন। সকলেই বাবুডাইং গ্রামের বাসিন্দা।

আলোর পাঠশালার পাঁচ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবে। চারজনের ছবি এখানে।
আলোর পাঠশালার পাঁচ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবে। তাদের মধ্যে চারজনের ছবি।

বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ছয়জন শিক্ষার্থী। উপরোক্ত পাঁচজন ছাড়াও অনিতা হাসদা নামে আরও একজন শিক্ষার্থী পাস করেছিল। অনিতা বিয়ে হয়ে যাওয়ার কারণে কলেজে ভর্তির সুযোগ পায়নি। অন্যরা কলেজে ভর্তি হয়েছে। তারা সবাই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাঁদের মধ্যে পবিত্রি মুরমুর বিয়ে হলেও আমাদের তৎপরতায় তাকে কলেজে ভর্তি করা হয়। এতে আমরাও খুশি। তাদের এগিয়ে নিতে আলোর পাঠশালা সব সময় সহযোগিতা করে থাকে। ভবিষ্যতেও করবে।’

সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় বাংলাদেশের দুর্গম এলাকায় ছয়টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। ছয়টি স্কুলে মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।