হেলথ অ্যান্ড হাইজিনের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত টেকনাফে অবস্থিত দমদমিয়া আলোর পাঠশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত বুধবার (৪ অক্টোবর ২০২৩) সকাল দশটায় কোডেকের তত্ত্বাবধানে স্কুল ফিডিং প্রোগ্রামের অংশ হিসেবে হেলথ অ্যান্ড হাইজিন-২৩ এর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ পরিচালনা করেন কোডেকের ব্লক সুপার জনাব বশির আহমেদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দমদমিয়া আলোর পাঠশালার সহকারী শিক্ষক রবিউল আলম। ত্রিশ জন শিক্ষার্থীকে নিয়ে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ড থেকে দশ জন চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হয়। চূড়ান্ত রাউন্ডের দশ জনের মধ্যে পয়েন্টের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির ছাত্রী খাদিজাতুল কোবরা, দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির ছাত্র রাসেল আহমেদ এবং তৃতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণির ছাত্রী ওয়াসফিয়া জান্নাত। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে কোডেকের সহযোগিতায় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা আগামী ১৮ অক্টোবর (সম্ভাব্য তারিখ) হ্নীলা ইউনিয়ন পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালাকে প্রতিনিধিত্ব করবে।
সামিট গ্রুপের সহযোগিতায় ৬ টি, আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় ১টি সহ মোট ৭টি স্কুল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।