মদনপুর আলোর পাঠশালায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মদনপুর আলোর পাঠশালায় গতকাল রোববার এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।প্রথম আলো।

মদনপুর আলোর পাঠশালায় গতকাল রোববার এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। আসন্ন এসএসসি পরীক্ষায় মদনপুর আলোর পাঠশালা থেকে ১০ জন শিক্ষার্থী মানবিক বিভাগে এ পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে ২ জন ছেলে ও ৮ জন মেয়ে শিক্ষার্থী।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালেক ও মো. ফারুক দৌলত। এ ছাড়াও প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামতউল্লাহ, ভোলা জেলার সমাজকর্মী মো. বাহাউদ্দিন ও পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক একরামুল আলম উপস্থিত ছিলেন। তাঁরা সবাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরীক্ষার্থীদের মধ্য হতে বিদায়ী বাণী পাঠ করেন কুলসুম বেগম। শিক্ষার্থীদের পক্ষে বিদায় জানান দশম শ্রেণির শিক্ষার্থী বিবি জয়নব। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা সুলাইমান হোসেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়।

উল্লেখ্য, ভোলা জেলার দৌলতখান উপজেলায় মূল ভূমি থেকে বিচ্ছিন্ন মদনপুর চরে আলো ছড়াচ্ছে একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান 'মদনপুর আলোর পাঠশালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় মদনপুর আলোর পাঠশালাসহ দেশব্যাপী ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।