প্রথম আলো চর আলোর পাঠশালায় বৃক্ষরোপন কর্মসূচি

কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালায় শতাধিক বৃক্ষরোপন ও মেধা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়

কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালায় শতাধিক বৃক্ষরোপন ও মেধা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করে অরণ্যে নামে একটি পরিবেশবাদি সংগঠনের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায়  বৃক্ষরোপন ও বিতরনের উদ্বোধন করেন পাঠশালার উপদেষ্টা গনমাধ্যমকর্মী সফি খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারি প্রধান শিক্ষক আব্দুল কাদের, অরণ্যের জেলা কমিটির সহসভাপতি হাসান রানাসহ পাঠশালার শিক্ষক ও অরণ্যের কর্মীরা।
উল্লেখ্য যে সংগঠন উদ্যোগে আলোর পাঠশালার নতুন বিদ্যালয় মাঠের চারদিকে বিভিন্ন প্রজাতির ৮৬ টি গাছ রোপণ করা হয়। এরপর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০টি চারা বিতরণ করা হয়।
এ সময় জলবায়ু পরিবর্তনের কারনে পরিবেশের বিরূপ প্রভাব থেকে রক্ষায় গাছ লাগানো, বাঁচিয়ে রাখর উপর গুরুত্ব দেওয়া হয়।