আলোর পাঠশালায় ল্যাপটপ বিতরণ

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক নূর আলম প্রথম আলো রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মুহম্মদ আজাদের কাছ থেকে ল্যাপটপ গ্রহন করছেন।

দেশের প্রত্যন্ত এলাকায় প্রথম আলো ট্রাস্ট, সমিট গ্রুপের সহযোগিতায় বেশ কয়েকটি পাঠশালা পরিচালনা করছে। গত ২৬ জানুয়ারি ট্রাস্ট পরিচালিত পাঁচটি স্কুলে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশের সৌজন্যে ল্যাপটপ প্রাপ্ত পাঠশালার মধ্যে রয়েছে– প্রথম আলো চর আলোর পাঠশালা কুড়িগ্রাম, গুড়িহারি-কামদেবপুর আলোর পাঠশালা নওগাঁ, রাজশাহী আলোর পাঠশালা, বাবুডাইং আলোর পাঠশালা গোদাগাড়ী ও মদনপুর আলোর পাঠশালা ভোলা।বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান ল্যাপটপ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘ প্রথম আলো ট্রাস্ট শিক্ষার আলো বিতরণে সবসময়  আমাদের পাশে রয়েছে। এর আগে আমরা ডেস্কটপ কম্পিউটার পেয়েছি। তা দিয়ে স্কুলের ল্যাব পরিচালিত হচ্ছে। স্কুলের হালনাগাদ তথ্য সংরক্ষণে একটি ল্যাপটপের খুব প্রয়োজন ছিল। এতে করে স্কুল পরিচালনার অনেক কাজ সহজ হবে।’

 উল্লেখ্য,সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় দেশের দুর্গম এলাকায় ছয়টি স্কুল পরিচালিত হচ্ছে।