গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত

গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই অঙ্গীকারের মধ্য দিয়ে গত ১ জুলাই বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত।

বৃক্ষরোপণ উৎসব প্রসঙ্গে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত চন্দ্র দাস বলেন, ‘বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় গাছ লাগালে খুব দ্রুতই তা মাটির ভিতরে শিকড় ছড়ায়। তাই আমরা গাছ লাগানোর জন্য এই সময়টাকেই বেছে নিয়েছি। প্রতিবছর আমরা উৎসবের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলিতভাবে বৃক্ষরোপণ করে থাকি।’  

উৎসবের আবহে পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বৃক্ষরোপণ উৎসবে পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তিনটি কৃষ্ণচূড়া,২০ টি সুপারি, ৩২ টি টগর ,দুইটি মাধবীলতা ও শতাধিক গাঁদা ফুলের চারা রোপন করে।  

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালাসহ মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।