শিক্ষার্থীদের কী করে মূল্যায়ন করতে হবে- সেই বিষয়টা বুঝতে পেরেছি

গত ২৭ ও ২৮ অক্টোবর বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকদের নিয়ে ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নতুন পাঠ্যক্রম নিয়ে ব্যক্তিগতভাবে আমার উদ্বেগের শেষ ছিলনা। শিক্ষার্থীদের কীভাবে পড়াবো, কী করে মূল্যায়ন করবো ঠিক বুঝতে পরছিলাম না । শিক্ষক প্রশিক্ষণে অংশ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে। শিক্ষার্থীদের কী করে মূল্যায়ন করতে হবে- সেই বিষয়টা বুঝতে পেরেছি। তবে প্রশিক্ষণের সময় আরো বেশি হলে ভালো হতো। আশা করছি এ ধরণের প্রশিক্ষণ সামনে আরো পাবো। প্রশিক্ষকগণ আন্তরিকভাবে চেষ্টা করেছেন, স্বল্প সময়ে আমার অনেক কিছু শিখতে পেরেছি। বিজ্ঞান ও গণিত বিষয়ের প্রশিক্ষণ খুব ভালো ছিলো। প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় বাবুডাইং আলোর পাঠশালা এই প্রশিক্ষণের আয়োজন করে। বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক ছিলেন।

উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় গত ২৭ ও ২৮ অক্টোবর আলোর পাঠশালার শিক্ষকদের নিয়ে ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে তিনটি পাঠশালার ২৭ জন শিক্ষক অংশ নেয়।