মদনপুর আলোর পাঠশালায় আবৃত্তি ও নৃত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাধারণ শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে মদনপুর আলোর পাঠশালায় গত ৯ নভেম্বর আবৃত্তি ও নৃত্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালা সম্পর্কে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে এরকম কর্মশালা আমরা নিয়মিত আয়োজন করবো। এতে করে পাঠশালার শিক্ষার্থীরা অনন্দের সঙ্গে অনেক নতুন কিছু শিখতে পারবে।
কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবৃত্তি ও নৃত্যের কলা–কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য ভোলা জেলার দৌলতখান উপজেলায় মদনপুর আলোর পাঠশালাটি অবস্থিত। সামিটি গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ১১৮ জন।