বাবুডাইং আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের পড়াশোনায় এগিয়ে নিতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের পড়াশোনায় এগিয়ে নিতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মহাদেব পাল, কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক তাকদিরুল ইসলাম। অভিভাবকদের মধ্যে কথা বলেন কল্পনা মুরমু, হযরত আলী, রাধামনি টুডু, আরতি টুডুসহ অন্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে নিতে তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থী হিসেবে অনেকেই বিদ্যালয়ে না গিয়ে কাজে যায়। জীবিকার তাগিদে কাজে গেলেও পড়াশোনা ছাড়া জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই পড়াশোনায় মনোযোগ ও সময় বেশি দিতে হবে। বিদ্যালয় ছুটি থাকাকালে কাজ করা যায়। কিন্তু বিদ্যালয় বাদ দিয়ে কাজ করলে পড়াশোনায় কাঙ্খিত ফললাভ সম্ভব হয় না। এজন্য শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, স্কুলমুখী করতে ও বাড়িতে পড়তে বসাতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাল্যবিয়ে দেয়া থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।