বাবুডাইং আলোর পাঠশালায় বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
‘হামার তিন গিদরো (সন্তান) এই স্কুলে পড়ে। সবার পোশাক বানিয়ে দিতে পারিনা। ব্যটার দিতে পারলেও মাইয়্যা দুটার পারিনি। কিন্তু আলোর পাঠশালা থাইক্যা হামার দুই মাইয়্যাকে স্কুলের পোশাক দিল। লতুন পোশাকে ওরাক দেখ্যাও ভালো লাগছে। হামার খুব উপকার হোইলো।’
বিনামূল্যে স্কুলের পোশাক পেয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার তিন শিক্ষার্থীর অভিভাবক আরোতী টুডু। গত ১৬ মে সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় এবং প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় পাঠশালার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির ১৬০ জন শিক্ষার্থীকে নতুন পোশাক দেয়া হয়।
বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ–সভাপতি কার্তিক কোল টুডু, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস সহ পাঠশালার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কার্তিক কোল টুডু বলেন, এই গ্রামের অধিকাংশ পরিবারই দরিদ্র। সবার স্কুল ড্রেস কেনার সামর্থ্য নেই। স্কুলের উদ্যোগে পোশাক দেয়া হলো। খুব ভালো উদ্যোগ। আমরা সামিট গ্রুপ ও প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।