প্রথম আলো চর আলোর পাঠশালা পরিদর্শন করল সামিট গ্রুপ
দুধকুমার, গঙ্গাধর, আর ব্রহ্মপুত্র নদের মোহনায় জেগে ওঠা এক খণ্ড ভূমির নাম প্রথম আলো চর। কুড়িগ্রাম সদরের ঘোগাদহ গ্রামে চরটির অবস্থান। ২০০৯ সালে সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চরটিতে আলোর পাঠশালা যাত্রা শুরু করে। গত ১২ জুন সামিট গ্রুপ ও প্রথম আলো ট্রাস্টের একটি প্রতিনিধি দল প্রথম আলো চর আলোর পাঠশালা পরিদর্শন করে। তাঁরা নৌকায় করে প্রথম আলো চরে যান। সেখানে আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীসহ চরবাসী তাঁদের ফুল ও গলায় রঙিন মালা পরিয়ে অভ্যর্থনা জানান। পরে প্রতিনিধি দলটি আলোর পাঠশালা ঘুরে দেখেন। পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী ও চরবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
সামিট করপোরেশন লিমিটেডের পাবলিক রিলেশন ও মিডিয়া বিভাগের প্রধান মোহসেনা হাসান, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে বলেন, ‘আমাদের স্যার মুহাম্মদ আজিজ খান খুব ব্যস্ত সময় পার করেন। কিন্তু আমাদের সঙ্গে যখনই দেখা হয়, তিনি প্রথম আলো চর আলোর পাঠশালার খোঁজ খবর নেন। আমরা আপনাদের পাশে আছি। অল্প কয়েক দিনের মধ্যে প্রথম আলো ট্রাস্টের সঙ্গে সামিট গ্রুপের নতুন চুক্তি সম্পাদিত হবে।’
প্রতিনিধি দলটি পুরো পাঠশালা ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেন। পাঠশালাটির তিন দিকে দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদ। পাঠশালাটিতে আছে একটি পাঠাগার। পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। শিক্ষার্থী ও চরের সাধারণ মানুষ বিকেলে লাইব্রেরিতে এসে পত্র-পত্রিকা ও বই পড়েন।
প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা প্রতিটি ক্লাস ঘুরে দেখেন। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে প্রথম আলো চরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
প্রতিনিধি দলে আরও ছিলেন সামিট করপোরেশন লিমিটেডের উপ-সহকারী ব্যবস্থাপক (সিএসআর) সাদিয়া কাবির বৃষ্টি, ফটোগ্রাফার এস এম সাদেক হোসাইন, প্রথম আলো ট্রাস্টের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক গোলাম রব্বানী, প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা সফি খান ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট বর্তমানে ৭টি স্কুল পরিচালনা করছে।