প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, পাঠশালা হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, সহকারী শিক্ষক– হাসান ইমাম ও খাদিজাতুল কুবরা।
স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে রেজিনা খাতুন বলেন, ‘১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। স্বাধীনতা দিবসে আমাদেরকে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার শপথ নিতে হবে।’
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি সহ সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।