বিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ রোপণ

দমদমিয়া আলোর পাঠশালা মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা ফুলের চারা রোপণ করেছে।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট বর্তমানে ৬টি স্কুল পরিচালনা করছে। এই ৬টি বিদ্যালয়ের একটি হলো দমদমিয়া আলোর পাঠশালা।

দমদমিয়া আলোর পাঠশালা মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা ফুলের চারা রোপণ করেছে।

দমদমিয়া আলোর পাঠশালা মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা ফুলের চারা রোপণ করেছে। গতকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের নিয়ে ফুলের চারা রোপণ করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ফরিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রাঙ্গণে ফুলের চারা রোপণ করতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বাসিত ও আনন্দিত।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে প্রাঙ্গনে ফুলের বাগান থাকলে অনেক ভালো লাগে। বিদ্যালয়ের সৌন্দর্য বাড়ে। ফলে পড়াশোনায় মন বসে।