বন্যার্তদের পাশে দমদমিয়া আলোর পাঠশালা

বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে অর্থ সহায়তা দিয়েছে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে অর্থ সহায়তা দিয়েছে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা। গত ২ ও ৩ সেপ্টেম্বর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা ৫ হাজার ৭০ টাকা অনুদান সংগ্রহ করেন।  সংগৃহীত অর্থ প্রথম আলো ট্রাস্টে প্রদান করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে দমদমিয়া আলোর পাঠশালা অবস্থিত।  

পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল নিজের বাগানের সবজি বিক্রয় করা অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রদান করেছেন। সাইফুল বলেন, ‘টেলিভিশনে দেখেছি মানুষ খুব বিপদে আছে। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। সবজি বিক্রির টাকা ত্রাণ ফান্ডে দিতে পেরে আমি অনেক খুশি।’

সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে দমদমিয়া আলোর পাঠশালাসহ মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।

এদিকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২২ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সহায়তায় সামগ্রিক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।