নানা আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথম আলো চর আলোর পাঠশালা, কুড়িগ্রাম প্রতি বছর যথাযথ সম্মানের সহিত মহান বিজয় দিবস উদ্‌যাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় পাঠশালাটি এবারও মহান বিজয় দিবস-২০২২ উদ্‌যাপন করে। এ উদ্‌যাপন চার দিন ব্যাপী করা হয়। উদ্‌যাপন কমিটি প্রথম দিন ১৩ ডিসেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কয়েকটি খেলার আয়োজন করে। উদ্‌যাপনের দ্বিতীয় দিনে অত্র প্রতিষ্ঠানের দুটি ক্রিকেট দলের মাঝে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও ছেলেদের মোরগযুদ্ধ এবং মেয়েদের বালিশ পাচারসহ অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। উদ্‌যাপনের তৃতীয় দিনে এসে অন্যান্য খেলার পাশাপাশি মেয়েদের বুদ্ধির খেলা, রশি ঘোরানো এবং ছেলেদের বস্তা দৌড় অনুষ্ঠিত হয়। খেলাগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী সবাই উপভোগ করে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে উৎসাহ দেয়।

শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ প্রথম আলো চরে বিজয় র‍্যালি উদ্‌যাপন করা হয়।

পরের ধাপে শুরু হয় রচনা প্রতিযোগিতা। তারা এ প্রতিযোগিতায় চরের মানুষের জীবনধরন, বাল্য বিবাহ এবং এ সংকট উত্তরণের উপায় সম্পর্কে লেখেন। দিন শেষে শিক্ষার্থীরা শহীদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করে বিজয়কে বরণীয় ও বর্ণিল করার প্রত্যয় ব্যক্ত করে বাড়ি ফিরে যায়।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরের দিন ১৬ই ডিসেম্বর সকাল বেলা প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে বিদ্যালয় মাঠে সমবেত হয় সবাই। এরপর পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া হয়। সংগীত শেষে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ প্রথম আলো চরে র‍্যালি প্রদর্শন করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সফি খান, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বৃন্দ। আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রথম আলো বন্ধু সভার সদস্যগণ। সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মামুন উর রশিদ, বন্ধু সভার সদস্য মো. মুকুল, শহীদদের দেশ প্রেম সম্পর্কে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতাউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হাসান রানা। এর পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক আড্ডার মাধ্যমে বিজয় দিবস উদ্‌যাপনের সমাপ্তি ঘটে।