কচ্ছপতলী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় গত শুক্রবার ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সভায় অভিভাবকদের নিয়ে পাঠশালার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। তা ছাড়া শিক্ষার মান বাড়তে আরও কী কী করা যায়, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়ানোসহ নতুন বছরে শিক্ষার্থী বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে বিনা মূল্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। আগামী বছরে নবম শ্রেণি চালু করা যায় কিনা সেটাও আলোচনায় ওঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি রোয়াংছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান চহাইমং মারমা। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর বান্দরবান জেলার প্রতিনিধি জনাব বুদ্ধ জ্যোতি চাকমা, ম্যানেজিং কমিটি, এলাকার কারবারি, মেম্বার, মহিলা মেম্বার, চেয়ারম্যান, এলাকার সরকারি চাকরিজীবী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভার শেষে দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালাসহ মোট ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।