প্রথম আলো চর আলোর পাঠশালায় ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত

প্রথম আলো চর আলোর পাঠশালায় গত ২৪ অক্টোবর জীবন ও জীবিকা বিষয়ক ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের এক দল গিয়েছে বাজার করতে। আর এক দল ব্যস্ত চুলা তৈরীতে। কেউ সংগ্রহ করছে হাঁড়ি–পাতিল, কেউবা সদ্য বাজার থেকে নিয়ে আসা সবজি কাটছে। প্রতিটি কাজে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন পাঠশালার শিক্ষকেরা। এটি কোন স্কুল বনভোজনের চিত্র নয়। বদলে যাওয়া শিক্ষাক্রমের জীবন ও জীবিকা বিষয়ে স্কিল কোর্সের ব্যাবহারিক ক্লাস এটি। গত ২৪ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত প্রথম আলো চর আলোর পাঠশালায় জীবন ও জীবিকা বিষয়ক  ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয়। পাঠশালার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা জীবন ও জীবিকা বিষয়ক স্কিল কোর্সে অংশ নেয়।

সরকার ঘোষিত নতুন শিক্ষাক্রম অনুযায়ী জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক ক্লাস প্রসঙ্গে  প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ে স্কিল কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিজের জীবন–যাপনের সঙ্গে সম্পর্কিত কাজ সমূহ সুচারুভাবে সম্পন্ন করার বিষয়ে সচেতন করা হয়। ব্যবহারিক ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের হাত–কলমে প্রশিক্ষণ দেওয়া হলো।

 উল্লেখ্য, প্রথম আলো চর আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।