বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় সারা দেশে ‘আলোর পাঠশালা’ নামে ৭টি স্কুল পরিচালিত হচ্ছে। এর মধ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় একজন সহকারী শিক্ষক (ইংরজি), একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন নৈশ প্রহরী নিয়োগ করা হবে।
সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ, বিএড ডিগ্রি কিংবা শিক্ষকতা পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য স্বীকৃত কলেজ থেকে বিএ/বিকম/বিএসসি ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ বা অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়।
নৈশপ্রহরী পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র স্কুলের প্রধান শিক্ষক বরাবর পাঠাতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
প্রধান শিক্ষক, গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা, নিয়ামতপুর, নওগাঁ। যোগাযোগের মুঠোফোন নম্বর: ০১৮৩৯৬০০৯৩৭ ও ই-মেইল: [email protected]।
আবেদনের শেষ সময় ১৯ মে ২০২৪