মো. আরমান হোসেন মদনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিন ভাই বোনের মধ্যে আরমান সবার বড়। ২০২০ সালে সে আলোর পাঠশালায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। বর্তমানে মদনপুর আলোর পাঠশালার দশম শ্রেণির ছাত্র সে। এই চরে তেমন কোনো যানবাহন না থাকায় প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়। লেখাপড়ায় খুবই মনোযোগী সে। তাই সে শুরু থেকেই প্রতি শ্রেণিতে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছে।
লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। বিদ্যালয়ে উপস্থিতির হার বিবেচনায় সে প্রথম স্থান অধিকার করে প্রতি বছর পুরস্কার অর্জন করে থাকে। তার বাবা মো. লোকমান হোসেন একজন দরিদ্র কৃষক। মা রহিমা বেগম গৃহিণী। তাই পড়াশোনার পাশাপাশি তার বাবাকে কৃষিকাজে সহযোগিতা করে আরমান। যদিও কৃষি কাজে সহযোগিতা করতে গিয়ে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। তারপরেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছে অদম্য আরমান।
দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাকে প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যেতে হয়। আলোর পাঠশালায় বিনা বেতনে অধ্যয়ন করে আরমান। তবে নিজের ও ছোট ভাইবোনের হাত খরচের জন্য টিউশনি করে। সকল প্রতিকূলতা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে আরমান। আলোর পাঠশালা থেকে এসএসসিতে ভালো ফল করে উচ্চমাধ্যমিক সমাপ্ত করে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখে সে। একজন আদর্শ চিকিৎসক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করা তার প্রত্যাশা।