দমদমিয়া আলোর পাঠশালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার এর নেতৃত্বে ছাত্র–ছাত্রীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে দমদমিয়া আলোর পাঠশালা অবস্থিত।
পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল– চকলেট দৌড়, বিস্কুট দৌড়, লক্ষ্যভেদ , অংক দৌড়, রশি চালনা, স্মৃতি শক্তি পরীক্ষা প্রভৃতি। পাঠশালার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণার উৎস। দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে সারা বিশ্বে উদযাপিত হয়। মাতৃভাষা বাংলার জন্য বাঙালির আত্মত্যাগের মহিমা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। তবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ঘটলেই কেবল শহীদ দিবসের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল কবির, বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।