রাজশাহী আলোর পাঠশালায় ‘স্বাস্থ্য সুরক্ষা’ মূল্যায়ন উৎসব অনুষ্ঠিত
রাজশাহী আলোর পাঠশালায় ‘স্বাস্থ্য সুরক্ষা’ মূল্যায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর মূল্যায়ন উৎসবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের প্রতিটি গ্রুপ প্রথম ও দ্বিতীয় কর্মদিবসের কাজের ধারাবাহিকতায় মূল্যায়ন উৎসবে একটি করে পোস্টার তৈরী করে। পোস্টারের মাধ্যমে কয়েকটি রোগের প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতা সম্পর্কে অবহিত করা হয়। শিক্ষার্থীরা ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েড, জ্বর, হাত-পা ভাঙ্গা প্রভৃতি রোগের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত তথ্য পোস্টারে তুলে ধরে। পোস্টার তৈরীর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা নিজেরা রোগগুলো সমন্ধে সচেতন হবে; প্রতিটি রোগর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানবে এবং নিজেদের এলাকায় জনসচেতনতা বাড়াতে প্রচার করবে। প্রতিটি গ্রুপ বিদ্যালয়ের মাঠের চারপাশে পোস্টার প্রদর্শণ করে।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এসব স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।