প্রথম আলো চর আলোর পাঠশালায় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। গত ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা শুরু হয়। বিদ্যালয়টির পরীক্ষা শেষ হবে ৯ ডিসেম্বর। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল সাড়ে দশটায় শুরু হয়ে সাড়ে বারোটা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল সাড়ে দশটায় শুরু হয়ে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পাঠশালা প্রসঙ্গে প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, প্রথম আলো চর আলোর পাঠশালা কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম অঞ্চল প্রথম আলো চরে অনুষ্ঠিত। দুধকুমার, গঙ্গাধর আর ব্রহ্মপুত্র নদের সংযোগ রেখায় বিদ্যালয়টির অবস্থান। ২০০৯ সালে চরে যাত্রা শুরু করে ‘প্রথম আলো চর আলোর পাঠশালা'। সময়ের পরিক্রমায় পাঠশালাটির একটি নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে। চলতি বছরের বার্ষিক পরীক্ষায় ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। অবহেলিত এসব এলাকার শিশুরা শিক্ষার পরিবর্তে অল্প বয়সেই বিভিন্ন কায়িক শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ত। এর পেছনে অসচেতনতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল একটি বড় কারণ। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এসব দুর্গম এলাকায় সাতটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে প্রথম আলো চর আলোর পাঠশালা একটি।