পাঠাগার কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা

প্রথম আলো চর আলোর পাঠশালার পাঠাগার কার্যক্রমে নিয়মিত অংশ নেয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রথম আলো চর আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়। গত ১৯ জানুয়ারি প্রথম আলো চর আলোর পাঠশালায় ২০২৫ সালের পাঠাগার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটিতে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। পাঠশালাটি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে অবস্থিত।

পাঠশালার পাঠাগারে প্রায় ১ হাজার বই রয়েছে। রবীন্দ্র–নজরুল রচনাবলীর পাশাপাশি বরেণ্য লেখকদের গল্প, কবিতা, উপন্যাস ও নাটকের বই পাঠাগার থেকে শিক্ষার্থীরা সংগ্রহ শুরু করেছে।পাঠাগার প্রসঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা খাতুন বলে, ‘আমি পাঠাগার থেকে নিয়মিত বই সংগ্রহ করি। আমার শখ বই পড়া।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মৌসুমি খাতুন বলে, আমি ষষ্ঠ শ্রেণি থেকেই এ পাঠাগার থেকে বই নিয়ে পড়ছি। বই পড়তে আমার খুব ভালো লাগে। বই  আমার প্রিয় বন্ধু।’

শিক্ষার্থী ছাড়াও পাঠশালার সহকারী শিক্ষক আবু জাকারিয়া ও আজিজুল হক পাঠাগার কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছেন। তারা শিক্ষার্থীদের মাঝে বই পড়ার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন, নিয়মিত পাঠচক্রে অংশ নেন।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২ টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।