ক্লাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গতকাল সোমবার বাবুডাইং আলোর পাঠশালার শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পুরস্কার হিসেবে গত বছরে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে উপস্থিত শিক্ষার্থীদের মাস অনুযায়ী কলম ও পেনসিল উপহার দেওয়া হয়।
বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাধব কোল সরেন, রুমালি হাঁসদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মু। এ সময় কবিতা আবৃত্তি করে দশম শ্রেণির ছাত্রী সন্ধ্যা টুডু। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ বিদ্যালয় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। শতভাগ উপস্থিতির জন্য পুরস্কার দেওয়া উদ্যোগটি খুবই ভালো। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে। এ ছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো পাওয়াতে শিক্ষার্থীরা লাভবান হচ্ছে। তাদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের উদ্দীপনা আরও বাড়বে।
শেষে শতভাগ উপস্থিতির জন্য সাতজন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৫৯ জন শিক্ষার্থীকে পেনসিল ও কলম উপহার দেওয়া হয়। এতে করে একজন শিক্ষার্থী একটি থেকে নয়টি পর্যন্ত কলম বা পেনসিল উপহার পেয়েছে।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালাসহ সারা দেশে মোট সাতটি স্কুল পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।