আলোর পাঠশালায় প্রথম আলোর রজতজয়ন্তী উদ্যাপন
সামনে বিশাল পদ্মা নদী। তার ঠিক উত্তর পাড়েই আলোর পাঠশালা। মাঠভর্তি মানুষ। সেখানেই নেমে পড়ল ২৫ শিক্ষার্থী। বেজে উঠল ‘জেগে উঠো বাংলাদেশ’। পতাকা হাতে এক শিক্ষার্থী মাঠজুড়ে দৌড়ে জানান দিল এই বাংলাদেশ হারবে না। পরে তারা গাইল, ‘আমরা সবাই রাজা...’।
গতকাল রোববার বিকেলে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে রাজশাহীতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেশির ভাগ পরিবেশনায় অংশ নেয় আলোর পাঠশালার শিক্ষার্থীরা। ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল মতিন। তিনি বলেন, ‘প্রথম আলোর পাঠক হিসেবে সেই শুরু থেকে আছি। শুধু পাঠক হিসেবে নয়, প্রথম আলোর অন্যান্য আয়োজনেও থাকি। তবে এবারই আলোর পাঠশালায় প্রথম আসা।
প্রথম আলো যে সত্যিকারে আলো ছড়াচ্ছে, আলোর পাঠশালা ও তার শিক্ষার্থীরা তার প্রমাণ। তারা চমৎকার আয়োজন করেছে। আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এ ধরনের আলো ছড়াতে এই রকম পাঠশালা প্রয়োজন। প্রথম আলো ২৫ বছরের অর্জনের এটি একটি।’
বন্ধুসভার অনুষ্ঠান সম্পাদক নাহিদ হাসান ও সদস্য শারমিন আক্তারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাব্বির খান। আরও বক্তব্য দেন রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাইয়েদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানভিরুল হক, রুয়েট শাখা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সেতাউর রহমান, রাজশাহী প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, শিশু পাঠক আরিয়ানা তাসনিম প্রমুখ।
বক্তারা বলেন, প্রথম আলোর ২৫ বছরের অর্জন হলো বাংলাদেশের অর্জন। প্রথম আলো সত্যে তথ্যে আরও অনেক দূর যাবে। বাংলাদেশকে অনেক এগিয়ে নেবে। তাঁরা পাঠক হিসেবে পাশে থাকবেন। প্রথম আলো গ্রামের একটু ছোট্ট উদ্যোগ সামনে এনে সেই উদ্যোগ বড় করে দেয়। সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম দূর করার কাজ করে। অনেক চাপ সামলে আসে। কিন্তু দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রথম আলো।
সেতাউর রহমান বলেন, ‘২৫ বছর ধরেই প্রথম আলোর সঙ্গে আছেন। প্রথম আলো পাঠ করছেন। সবচেয়ে ভালো লাগে কলামগুলো। প্রথম আলো অনেক দূর এগিয়ে যাবে।
গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে শিশুরা। সন্ধ্যার পর গান গেয়ে মঞ্চ মাতান বন্ধুসভার বন্ধু আবদুল হাকিম, মো. রিমন, দেওয়ান আরিফ, মো. হামিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুনসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা।