প্রথম আলো চরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল দিন—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যদায় দিনটি উদযাপন করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রভাতফেরি করে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা  সফি খান, প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, প্রথম আলো কুড়িগ্রাম বন্ধু সভার সাবেক সভাপতি আসিফ ওয়াহিদ প্রমুখ।

উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় কুড়িগ্রামের সদর উপজেলায় অবস্থিত প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।