জাতীয় শোক দিবসে রাজশাহী আলোর পাঠশালার নানা আয়োজন

রাজশাহী তালাইমারি শহিদ মিনারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার আগে তোলা ছবি।

স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে রাজশাহী আলোর পাঠশালা নানা আয়োজন করে।

যথাযথ মর্যাদা ও স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরপরে রাজশাহী তালাইমারি শহিদ মিনারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ‘‘কৈশোরে বঙ্গবন্ধু’’ শিরোনামে রচনা প্রতিযোগিতা ও ‘‘বঙ্গবন্ধুর ছবি’’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপরে বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্ট সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধুর স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

দ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৩০টি ছবি প্রদর্শন করা হয়। ছবিগুলোতে বঙ্গবন্ধুর শৈশব থেকে স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত একটি ধারাবাহিক চিত্র ফুটে উঠেছে।

পরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘খেলাঘর’-এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৩০টি ছবি প্রদর্শন করা হয়। ছবিগুলোতে বঙ্গবন্ধুর শৈশব থেকে স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত একটি ধারাবাহিক চিত্র ফুটে উঠেছে।

রাজশাহী জেলা খেলাঘরের সম্পাদক আফতাব হোসেন কাজল বলেন, ‘খেলাঘর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের স্লোগান ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি। শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধুর চেতনায় নিজেকে উজ্জীবিত করে আলোকিত জীবন গড়তে পারে এ জন্যই আজকে আমাদের এই আয়োজন।’

‘‘বঙ্গবন্ধুর ছবি’’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা।

গভীর মনযোগে একটি চিত্রের দিকে তাকিয়ে ছিলেন আলোর পাঠশালার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জেসমিন খাতুন। ছবিগুলো দেখে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে বঙ্গবন্ধুর এত ছবি এমনভাবে দেখার সুযোগ হয়নি। এক সঙ্গে এতগুলো ছবি দেখে অনেক ভালো লাগছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী জেলা খেলাঘরের সদস্য গায়িত্রী দাষ, খেলাঘরের বোন আয়েশা ইসলাম, রাহি, আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী জুয়েল রানাসহ আলোর পাঠশালার সকল শিক্ষকগণ।