দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ৪২ জন শিক্ষার্থী স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নেয়।

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য অলিম্পিয়াড। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।

গতকাল ৭ মে শুক্রবার নওগাঁ কে.ডি (কৃষ্ণধন) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে নওগাঁ জেলার স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। এরপর বন্ধুসভার বন্ধুরা শিক্ষার্থীদের শ্রেণি অনুসারে নিজ নিজ পরীক্ষার কক্ষে নিয়ে যায়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ৪২ জন শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নেয়। প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা কুইজ ও দেয়ালিকা দুই ধাপে অংশগ্রহণ করে। সেকেন্ডারি গ্রুপে দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা।

স্বাস্থ্য বিষয়ক দেয়ালিকা প্রকাশ করে প্রথম স্থান অধিকার করেছে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা।

স্বাস্থ্য অলিম্পিয়াডে আলোর পাঠশালার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে অনেক উচ্ছ্বসিত। তারা জানায়, এ অলিম্পিয়াডে অংশগ্রহণ তাদের কাছে অনেকটা শিক্ষা সফরের মত মনে হয়েছে। এর আগেও শিক্ষার্থী বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণ করলেও স্বাস্থ্য অলিম্পিয়াড তাদের জন্য ছিল নতুন অভিজ্ঞতা। এ বিষয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাউমি খাতুন জানায়, ‘আমি প্রথমবার কোন অলিম্পিয়াডে আসলাম। আমার অনেক ভালো লেগেছে। সকালে যখন অনেকজন ছাত্র ছাত্রী একসঙ্গে বাসে করে যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল আমরা শিক্ষা সফরে যাচ্ছি।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালাসহ মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।