প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। বাবুডাইং আলোর পাঠশালার জন্য অনুদান হিসেবে ১ লাখ টাকা দেবার ঘোষণা দেন তিনি।
গতকাল বুধবার বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন পাঠশালার শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা কোল ভাষায় গান গেয়ে শোনান ও শরীর চর্চা প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিদ্যালয় ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের কথা শোনেন। তিনি শিক্ষা উপকরণ ক্রয়সহ বিদ্যালয়ের উন্নয়নকল্পে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘প্রত্যন্ত এলাকার অনেক সুবিধাবঞ্চিত শিশু পড়ালেখা করে আজ প্রতিষ্ঠিত হয়েছে। সকারের উচ্চ পর্যায়ে চাকরিও করছেন। তাঁরা নিজেদের পাশাপাশি প্রত্যন্ত এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন।’ তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পাঠশালা পরিদর্শন শেষে বাবুডাইং গ্রামের কোল সম্প্রদায়ের ৭৫ জন বয়স্ক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য নাসিরুল ইসলাম, বাবুডাইং গ্রামের মোড়ল সুরেন টুডু, কার্তিক টুডু, মাধব সরেন, চানু হাঁসদা, অনিল হাঁসদা, রুমালি হাঁসদা, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সদস্য বীর মুক্তিযোদ্ধা সুজারুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি সহ সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।