মদনপুর আলোর পাঠশালার শিক্ষকদের নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষণ পেলেন মাদনপুর আলোর পাঠশালার সাত জন শিক্ষক।

নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষণ পেলেন মাদনপুর আলোর পাঠশালার সাত জন শিক্ষক। গত ২৪ ও ২৫ নভেম্বর দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রম ভোলা সদরে অবস্থিত টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে (বাংলা স্কুল) অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোলা জেলার চার জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

২৪ নভেম্বর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুর রহিম (বাংলা) ও মো. আবু তালেব (বিজ্ঞান) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। ২৫ নভেম্বর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন টগবী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম (গণিত) ও ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরমিন জাহান শ্যামলি (ইংরেজি)।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নতুন পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষকদের অবহিত করা হয়। শিক্ষকবৃন্দ  প্রশিক্ষণে অংশ নিয়ে বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়া শিক্ষার্থীদের ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ণ সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মদনপুর আলোর পাঠশালার শিক্ষকদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম ভোলা সদরে অবস্থিত টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে (বাংলা স্কুল) অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরমিন জাহান শ্যামলি বলেন, ‘নতুন পাঠ্যক্রম বাস্তবসম্মত ও সময়োপযোগী। প্রত্যেক শিক্ষকের উচিত প্রশিক্ষণ গ্রহণ করে মানসম্মত পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে সহযোগীতা করা।

 উল্লেখ্য ভোলা জেলার দৌলতখান উপজেলায় মদনপুর আলোর পাঠশালাটি অবস্থিত। পাঠশালাটিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে। সামিটি গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ১১৮ জন।