মদনপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ফলের চারা বিতরণ

মদনপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ৩০০ ফলের চারা বিতরণ করা হয়েছে।

ভোলার দৌলতখান উপজেলার কৃষিসম্প্রসারণ অধিদপ্তর  প্রথম আলো ট্রাষ্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ৩০০ ফলের চারা বিতরণ করেছে। আজ সোমবার বেলা ১১ টায় ভোলা জেলা খামার বাড়িতে ফলের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এএফএম শাহাবুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক আলী আজম শরীফ, দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তানজিলুর রহমান, মদনপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আক্তার হোসেন প্রমূখ।

গাছ শূণ্য মদনপুরে ফলের আবাদ বাড়ানোর লক্ষ্যে প্রতি শিক্ষার্থীদের হাতে উন্নত জাতের একটি লেবু, একটি আম ও পেয়ারার চারা বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন,  ‘শিক্ষার্থীদের বাড়িতে এসব ফলের চারা লাগানো হবে। এসব চারা যত্ন নিয়ে বড় করতে হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা বলেন, ‘মদনপুর একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন।  এখানে ফলের গাছ নেই বললেই চলে। ফলজ গাছের আবাদ বাড়াতে এ ফলের চারা প্রদান করা হয়েছে।  এর আগেও চরবাসীকে উন্নত জাতের নারকেলের চারা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে