গণিত উৎসবে অংশ নিয়েছে দমদমিয়া আলোর পাঠশালার দুই শিক্ষার্থী

চট্টগ্রাম আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহণ করছে দমদমিয়া আলোর পাঠশালার দুই শিক্ষার্থী।

‘গণিত শেখো স্বপ্ন দেখো’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক গণিত উৎসব ২০২৪। এই উৎসবে প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া মাহমুদ ওয়াসফিয়া এবং চতুর্থ শ্রেণির নিলুফা ইয়াসমিন অংশগ্রহণ করেছে।

গতকাল সকাল ছিল কুয়াশাচ্ছন্ন, সেই সঙ্গে ছিল শীতের টুপটাপ বৃষ্টি। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। জাতীয় সংগীত এবং সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপরে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

চট্টগ্রাম আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহণ করছে দমদমিয়া আলোর পাঠশালার দুই শিক্ষার্থী।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এ অংশ নিতে পেরে ওয়াসফিয়া এবং নিলুফা ভীষণ উচ্ছ্বসিত ছিল। ওয়াসফিয়া জানায়, এমন একটি উৎসবে অংশগ্রহণ করা ভাগ্যের ব্যাপার। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত এত জন শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে আমি গর্বিত। একদিন গণিতের মাধ্যমে আমার স্বপ্ন জয় করব।’

অন্যদিকে নিলুফার দিনটি ছিল অন্যরকম। এই প্রথম পরীক্ষার সুবাদে সে চট্টগ্রাম এসেছে। এত বড় শহর আর এত বড় কলেজ সে আগে দেখেনি। নিলুফা জানায়, ‘আমার স্বপ্ন, ভালোভাবে পড়াশোনা করে একদিন এমন একটা বড় কলেজে পড়াশোনা করব।’ সে গণিতের দক্ষতা বৃদ্ধি করে আগামী বছর আবার এই প্রতিযোগিতায় অংশ নিতে চায়। গণিতের মাধ্যমে সে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।