বিজয় দিবস শরীর চর্চা প্রতিযোগিতায় দ্বিতীয় গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শরীর চর্চা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শরীর চর্চা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা। নিয়ামতপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শরীর চর্চা প্রতিযোগিতায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মাধ্যমিক পর্যায়ের (খ গ্রুপ) প্রতিযোগিতায় অংশ নিয়ে  গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা দ্বিতীয় স্থান লাভ করে।

শরীর চর্চা প্রতিযোগিতায় আলোর পাঠশালার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বী। তাঁর নেতৃত্বে আলোর পাঠশালার ৩০ জন শিক্ষার্থী কুচকাওয়াজ ও শরীর চর্চায় অংশ নেয়। শিক্ষার্থীদের শরীর চর্চার নৈপুণ্য মুগ্ধ করেছে  নিয়ামতপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের দর্শকদের।

পুরস্কার হাতে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীবৃন্দ।

এদিকে গত ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিত রবিদাস।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।