নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন
নানা আয়োজন ও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী আলোর পাঠশালা। এ উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৮টা ৪৫ মিনিটে রাজশাহী তালইমারি শহীদ মিনারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্ট সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকেরা আলোচনা করে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণির মেঘলা এবং সপ্তম শ্রেণির জেসমিন ১৫ আগস্ট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখে। ‘জাতীয় শোক দিবস’ শিরোনামে রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ছবির বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ এবং আলোর পাঠশালার শিক্ষার্থী ও সকল শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী আলোর পাঠশালাসহ সারা দেশে মোট সাতটি স্কুল পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।